× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিবিসির 'অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০০ নারীর' অর্ধেকই আফগান

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ডিসেম্বর ৮, ২০২১, বুধবার, ৫:০২ অপরাহ্ন

অনুপ্রেরণা সৃষ্টিকারী ও প্রভাবশালী ২০২১ সালের ১০০ নারীর মধ্যে অর্ধেকই আফগান। বিবিসি এসব নারীর একটি তালিকা প্রকাশ করেছে। তাদেরকে উল্লেখ করা হয়েছে সমাজকে, আমাদের সংস্কৃতি এবং বিশ্বকে নতুন করে সাজানোয় ভূমিকা রাখার অংশ হিসেবে। বলা হয়েছে, তারা সব কিছুকে নতুন করে সাজাচ্ছেন। এর মধ্যে আছেন সবথেকে কম বয়সে শান্তিতে নোবেল জয় করা মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামি নাওমি মাতা'আফা, ভ্যাকসিন কনফিডেন্স প্রোজেক্টের প্রধান হেইদি জে. লারসন এবং প্রশংসিত লেখিকা চিমামান্দা এনগোজি আদিচিয়ে। তবে এ তালিকার অর্ধেক স্থানই পেয়েছেন আফগান নারীরা যাদের অনেকেই নিরাপত্তার কারণে ছদ্মনাম ব্যবহার করেছেন। তাদের নামের সঙ্গে কোনো ছবিও যুক্ত করেনি বিবিসি। এই নারীরা হচ্ছেন, লিমা আফশিদ, হালিমা আদেন, ওলুয়েমি আদেতিবা-ওরিজা, মুকসাদা আহমাদজাই, রাদা আকবর, আবিয়া আকরাম, লিনা আলম, ড. আলেমা, সেভদা আলতুনোলুক, ওয়াহিদা আমিরি, মনিকা আরায়া, নাতাশা আসগর, জুহুল আতমার, মারসেলিনা বতিস্তা, ক্রিস্টাল বায়াত, রাজিয়া বারাকজাই, নিলুফার বায়াত, জস বয়েস, ক্যাথেরিন করলেস, ফাইজা দারখানি, আজমিনা ধ্রোদিয়া, পাশতানা দুররানি, নাজলা এলমাক্সগুশ, শিলা এনসান্দোস্ত, সাইদা এতেবারি, সাহার ফেতরাত, মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস, ফাতিমা গাইলানি, ক্যারোলিয়া গার্সিয়া, সাঘি ঘাহরামান, ঘাওঘা, অ্যাঞ্জেলা ঘায়ুর, জামিলা গর্ডন, নাজিলা হাবিবিয়ার, লায়লা হায়দারি, জারলাশত হালাইমজাই, শামসিয়া হাসানি, নাসরিন হুসাইনি, মোমেনা ইবরাহিমি, মুঘদা কালরা, ফ্রেশতা কারিম, আমেনা কারিমায়ান, আলিয়া কাজিমি, বারোনেস হেলেনা কেনেডি কিউসি, হোদা খামোশ, মিয়া ক্রিষ্ণা প্রাতিবি, হেইদি জে লারসন, ইমান লা কায়ার, সেভিদজেম আর্নেস্টাইন লেইকেকি, এলিসা লঙ্কন আন্তিলিও, খোলে লোপেজ গোমেজ, ড মাহেরা, মারাল, মাসুমা, সালিমা মাজরাই, দেপেলশা টমাস ম্যাকগ্রুডার, মুলু মেফসিন, মোহাদেজ মিরজায়ি, ফাহিমা মিরজায়ি, তলায়েং মোফোকেং, তানিয়া মুজিন্দা, চিমামান্দা এনগোজি আদিচিয়ে, লিন এনগুজি, আমান্দা এনগুয়িন, বাসিরা পাইঘাম, নাতালিয়া পাসতেরনাক তাশনার, মনিকা পাউলুস, রেহানা পোপাল, মানজুলা প্রদীপ, রাজমা, রোহিলা, আলবা রুয়েদা, ড রুকসানা, হালিমা সাদাফ কারিমি, রয়া সাদত, শগুফা সাফি, সাহার, সোমা সারা, মাহবুবা সিরাজ, এলিফ শাফাক, আনিসা শাহিদ, মিনা স্মলম্যান, বারবারা স্মোলিঙস্কা, এইন সো মে, পিপার স্টেজ নেলসন, ফাতিমা সুলতানি, আদেলাইদে লালা তাম, সিস্টার এন রোজ নু তোয়াং, এমা থেওফেলাস, সারা ওয়াহেদি, ভেরা ওয়াং, নানফু ওয়াং, রোশানাক ওয়ারদাক, মিং না ওয়েন, রেবেল উইলসন, বেনাফশা ইয়াকুবি, মালালা ইউসুফজাই, ইয়ুমা এবং জালা জাজাই।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর