× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেব্রুয়ারিতে মুক্তি ‘পাপ-পুণ্য’

বিনোদন

স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পূণ্য’ সিনেমা। তারকাবহুল এ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। ছবিটি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেয়ার পর বিনা কর্তনে ছাড়পত্রও পায়। তবে করোনার কারণে কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নিয়েও তা পিছিয়ে যায়। অবশেষে নির্মাতা জানালেন, আসছে বছরের ৪ঠা ফেব্রুয়ারি সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। কয়েকবার মুক্তির পরিকল্পনা করলেও মুক্তি দিতে পারিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি দিতে চাচ্ছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, মানুষের মৌলিক তাড়না নিয়ে এই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে। ৭০ বছরের বাংলা ছবির ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি প্রযোজনা করায় ইমপ্রেস টেলিফিল্মকে সাধুবাদ জানাই। আরও একটি কথা বলতে চাই। সব শ্রেণির দর্শকের জন্যই আমার ছবিটি। সবাই এটি উপভোগ করবেন বলে আশা করছি আমি। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর