× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা / একসময়ে মনোনয়ন পাবেন কিনা অনিশ্চিত ছিল, সেই ববিই কলকাতার মেয়র

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) ডিসেম্বর ২৪, ২০২১, শুক্রবার, ১২:২১ অপরাহ্ন

তখন বামেদের রমরমা। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। চেতলা অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় এর দুর্গ সামলাতো এক যুবক। কতদিন, কতরাত তার কেটে গেছে রাজপথে। সেদিনের সেই যুবক এখন কলকাতার মেয়র। মমতার বিশ্বস্ত, অনুগত সৈনিক। ববি হাকিম এখন পরিবহন মন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এক ব্যাক্তি এক পদ নীতি অনুযায়ী ববি পুরভোটে মনোনয়ন পাবেন কিনা তাই নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল।


কিন্তু, অভিষেক, প্রশান্ত কিশোরের ফর্মুলা আগ্রাহ্য করে মমতা ববি সহ আরও পাঁচজন পদাধিকারীকে মনোনয়ন দেন। প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ববি যে সভায় মেয়র পদে আসীন হলেন সেই সভায় অভিষেকের অনুপস্থিতি কাকতালীয় হলেও, ইঙ্গিতবাহী। ববি এখন মন্ত্রী থাকেন কিনা সেটাই দেখার। তবে, ঘনিষ্ঠমহল বলছে, ববি মন্ত্রীর থেকেও মেয়র পদে বেশি স্বছন্দ। পুরপ্রশাসনে স্বচ্ছতা এনেছেন ববি।

যে কর্পোরেশনকে চোরপরেশন নামে ডাকাটাই রেওয়াজ ছিল, তা বদলেছে। ববি নিজে বলছেন, কলকাতাকে তিনি বিশ্বের অন্যতম সেরা শহরে পরিণত করতে চান। তিনি তাঁর মেয়র পরিষদের ওপর সম্পূর্ণ আস্থাশীল। বলছেন, মমতার স্বপ্ন সাকার করাই আমার লক্ষ্য।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর