বিনোদন
আলাপন
ব্যতিক্রমী দুটি চরিত্রে অভিনয় করছি -গোলাম ফরিদা ছন্দা
মুজাহিদ সামিউল্লাহ
২০২১-১২-৩০
ছোট পর্দার প্রিয়মুখ ছন্দা। অভিনয় আঙিনায় তার পথচলা দীর্ঘ সময় ধরে। সদা হাস্যময় বিনয়ী এই অভিনেত্রী তার সাবলীল অভিনয়শৈলী দিয়ে ছোটপর্দার দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। প্রতিটি শিল্পীই রূপালী পর্দার বিশাল ক্যানভাসে তাদের অভিনয়ের স্বপ্ন দেখেন। ছন্দার এই স্বপ্ন আগেই বাস্তবায়িত হয়েছে। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা’। ইতিমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করেছেন। এর নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। গত শনিবার ‘কোন এক কালে’ শিরোনামে সিনেমার কাজ শেষ করেছেন। খুলনার মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে এটি। গ্রামীণ পটভূমির গল্প এটি।
নির্দেশনায় রয়েছেন তালাত আহমেদ। এ দুটি সিনেমায় আপনার অভিনীত চরিত্রে নতুনত্ব কী রয়েছে? ছন্দা উত্তরে বলেন, ব্যতিক্রমী দুটি চরিত্রে অভিনয় করছি। সচরাচর ছোট পর্দায় রোমান্টিক চরিত্রেই দর্শকরা আমাকে দেখতে অভ্যস্ত। আশা রাখি এ দুটি ছবিতে দর্শক এক নতুন ছন্দাকে আবিষ্কার করবেন। আর কাজের খবর কি? এ অভিনেত্রী বলেন, গত দুই বছর আমি নাটকের চেয়ে সিনেমায় ব্যস্ত সময় পার করেছি। মুক্তির অপেক্ষায় আছে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন আকরাম খান। পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি জাহিদ শাওনের ‘মিঠুর একাত্তর যাত্রা’ ও শায়লা রহমান তিমির ‘এ বিজয় রক্তে কেনা’ শিরোনামে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ শেষ করলাম। হঠাৎ করেই কি সিনেমার ব্যস্ততা বাড়লো? উত্তরে ছন্দা বলেন, আমি যখন অভিনয় শুরু করি তখন থেকেই সিনেমার পরিচালকরা অভিনয়ের প্রস্তাব দিতেন।
তখন কেন জানি সেই প্রস্তাবে রাজি হতাম না। মন সায় দিতো না। সত্যি বলতে কমার্শিয়াল সিনেমায় নায়িকা হবার কখনই ইচ্ছা ছিল না। এখন আমাদের সিনেমায় জীবনমুখী গল্প নিয়ে ভালো ভালো কাজ হচ্ছে তাই নিজেকে শামিল করলাম রূপালী পর্দায়। টিভি নাটকের ব্যস্ততা কেমন চলছে? এ অভিনেত্রীর উত্তর- সিনেমার বাইরে আমার প্রথম ভালোবাসার জায়গা টিভি নাটকেও নিয়মিত কাজ করছি। আমার অভিনীত ‘মাশরাফি জুনিয়র’ সিরিয়ালটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। সালাউদ্দিন লাভলুর ‘সণ্ডাপাণ্ডা’ ধারাবাহিকে অভিনয় করছি। এছাড়া সজিব মাহমুদের ‘হৈচৈ.কম’ ধারাবাহিকেও কাজ করছি।
নির্দেশনায় রয়েছেন তালাত আহমেদ। এ দুটি সিনেমায় আপনার অভিনীত চরিত্রে নতুনত্ব কী রয়েছে? ছন্দা উত্তরে বলেন, ব্যতিক্রমী দুটি চরিত্রে অভিনয় করছি। সচরাচর ছোট পর্দায় রোমান্টিক চরিত্রেই দর্শকরা আমাকে দেখতে অভ্যস্ত। আশা রাখি এ দুটি ছবিতে দর্শক এক নতুন ছন্দাকে আবিষ্কার করবেন। আর কাজের খবর কি? এ অভিনেত্রী বলেন, গত দুই বছর আমি নাটকের চেয়ে সিনেমায় ব্যস্ত সময় পার করেছি। মুক্তির অপেক্ষায় আছে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন আকরাম খান। পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি জাহিদ শাওনের ‘মিঠুর একাত্তর যাত্রা’ ও শায়লা রহমান তিমির ‘এ বিজয় রক্তে কেনা’ শিরোনামে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ শেষ করলাম। হঠাৎ করেই কি সিনেমার ব্যস্ততা বাড়লো? উত্তরে ছন্দা বলেন, আমি যখন অভিনয় শুরু করি তখন থেকেই সিনেমার পরিচালকরা অভিনয়ের প্রস্তাব দিতেন।
তখন কেন জানি সেই প্রস্তাবে রাজি হতাম না। মন সায় দিতো না। সত্যি বলতে কমার্শিয়াল সিনেমায় নায়িকা হবার কখনই ইচ্ছা ছিল না। এখন আমাদের সিনেমায় জীবনমুখী গল্প নিয়ে ভালো ভালো কাজ হচ্ছে তাই নিজেকে শামিল করলাম রূপালী পর্দায়। টিভি নাটকের ব্যস্ততা কেমন চলছে? এ অভিনেত্রীর উত্তর- সিনেমার বাইরে আমার প্রথম ভালোবাসার জায়গা টিভি নাটকেও নিয়মিত কাজ করছি। আমার অভিনীত ‘মাশরাফি জুনিয়র’ সিরিয়ালটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। সালাউদ্দিন লাভলুর ‘সণ্ডাপাণ্ডা’ ধারাবাহিকে অভিনয় করছি। এছাড়া সজিব মাহমুদের ‘হৈচৈ.কম’ ধারাবাহিকেও কাজ করছি।