× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /মদনকে মাতাল বললেন শুভেন্দু, পাল্টা জবাব মদনের

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) ডিসেম্বর ৩০, ২০২১, বৃহস্পতিবার, ১০:০০ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে শালীনতা, শিষ্টাচার শব্দগুলো বোধহয় বাদ হয়ে গেছে। নাহলে এইভাবে ভার্বল ভলির আদানপ্রদান হয়? রাজ্যের যে কোনও বিধানসভা আসনে আমি শুভেন্দু অধিকারীকে হারাবো, এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, একজন চিহ্নিত মাতালের কথার উত্তর দিতে আমার বাধে। পশ্চিমবঙ্গের সব মানুষই জানে মদন মিত্র কি করে বেড়ান। এর জবাবে মুখ খোলেন মদন। বলেন, প্রথম মদ আমি খেয়েছিলাম শুভেন্দুর বাবা শিশির অধিকারির হাত ধরে। শুভেন্দু তখন বোধহয় স্কুলে-টুলে পড়ে। চুল্লু খেয়ে বেড়ায়।

তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এবং বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর এই তরজা মানুষ যতই উপভোগ করুক, রাজনীতির মান নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিকরা বিলো দ্য বেল্ট আঘাত করায় পারঙ্গম হয়ে উঠছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Professor Dr, Mohamm
৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৩:০৩

চুল্লুর সাথে আমরা বাংলাদেশের মানুষেরা অপরিচিত । কিন্তু পশ্চিম বাংলায় এর কারনে সমাজে বিরাজমান অস্থিরতা, বউ পেটানো বা অনর্থক গোষ্ঠী ঝগড়া বিবাদ সম্পর্কে আমরা জানিনা। আমরা চাউল থেকে পচান হাড়িয়া , তালের রস থেকে তাড়ি এর সাথে কম বেশি পরিচিত । পশ্চিম বাংলার গ্রামাঞ্ছলে ভারতে তৈয়ারি বিদেশি মদ প্রচুর বিক্রি হয়, বিশেষ করে যখন কোন দুর্যোগ আসে। আল্লাহ মালিক আমাদের চুল্লুর মতো নেশা জাতীয় পানিও থেকে রক্ষা করুন ।

অন্যান্য খবর