× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ৪০ শতাংশ মানুষই করোনা আক্রান্ত

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) জানুয়ারি ৩, ২০২২, সোমবার, ১০:০৮ পূর্বাহ্ন

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ৪০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে ৮৭ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর মনীষা বসু র করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মেয়রের ঘরের ডাটা এন্ট্রি অপারেটর করোনা আক্রান্ত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক তাপস রায় করোনা আক্রান্ত। এই ভাবে দেখা যাচ্ছে বহু ব্যাক্তি যাঁরা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন। মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলো ঠাসাঠাসি ভিড়। অধিকাংশর মুখে মাস্ক ছিলো না। ফলে, সামাজিক দূরত্ব বিধি না মানায় এবং মুখে মাস্ক না থাকায় করোনা ছড়িয়েছে বলে অনুমান।
বিরোধীরা বিষয়টিকে ইস্যু করছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান আর বর্ষশেষের রাতের পার্ক স্ট্রিট ছিল করোনার মূল ক্ষেত্র। তিনি বলেন, ক্ষমতাসীন দলের কাছ থেকে এইটুকু দায়িত্ব বোধ আশা করা যায়। উল্লেখ্য, কলকাতায় করোনা সংক্রমণ রেকর্ড চেহারা নিয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
জামশেদ পাটোয়ারী
১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ৬:০২

এতটুকু উচ্ছাস তো করাই যায়, যদিও ওমিক্রন এত ভয়াবহ নয়।

Kazi
৯ জানুয়ারি ২০২২, রবিবার, ২:৩১

মন্তব্য অর্থহীন এদের কাছে । অরন্য রোদন হবে ।

অন্যান্য খবর