শিক্ষাঙ্গন
জবিতে সশরীরেই ক্লাস-পরীক্ষা
জবি প্রতিনিধি
২০২২-০১-১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকল ক্লাস পরীক্ষা সশরীরেই চলমান থাকবে। আজ বুধবার ভাইস চ্যান্সেলরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল।
তিনি বলেন, আমাদের চলমান সকল ক্লাস এবং পরীক্ষা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে হচ্ছে এভাবেই চলমান থাকবে। যদি করোনারোধে সরকারি কোন নির্দেশনা আসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তখন অনলাইনে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, জবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি এখনো সম্পন্ন হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে তাদের ক্লাস শুরু হবে।
তিনি বলেন, আমাদের চলমান সকল ক্লাস এবং পরীক্ষা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে হচ্ছে এভাবেই চলমান থাকবে। যদি করোনারোধে সরকারি কোন নির্দেশনা আসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তখন অনলাইনে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, জবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি এখনো সম্পন্ন হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে তাদের ক্লাস শুরু হবে।