বিশ্বজমিন
কোভিড-১৯: আইসোলেশনের সময় কমিয়ে ৫ দিন করলো বৃটেন
মানবজমিন ডেস্ক
২০২২-০১-১৩
বৃটেনে কোভিড আইসোলেশনের সময় কমিয়ে ৫ দিনে নামিয়ে আনা হয়েছে। আগামী সোমবার থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। বর্তমানে ৭ দিন আইসোলেশনের নিয়ম রয়েছে বৃটেনে। তবে নতুন নিয়মের অধীনে দু’বার কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেই ৬ষ্ঠ দিনে আইসোলেশন শেষ করা যাবে। দেশটির মন্ত্রীরা জানিয়েছেন, আইসোলেশনের সময় কমিয়ে আনার কারণে এনএইচএসসহ বিভিন্ন ক্ষেত্রে দেখা দেয়া কর্মী সংকট সমাধান করা যাবে। সাজিদ জাভিদ বলেন, এই সময়কাল কমিয়ে আনার আসল উদ্দেশ্য অর্থনৈতিক ও শিক্ষা সম্পর্কিত কর্মকা-ের গতি বৃদ্ধি করা। একইসঙ্গে কোভিড আক্রান্তদের থেকে অন্যদের নিরাপত্তাও নিশ্চিত করা। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য বলছে, দুই-তৃতীয়াংশ কোভিড পজেটিভ কেসই ৫ম দিনের পরই নেগেটিভ হয়ে যায়।