× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ- যৌনতায় না করার স্বাধীনতা আছে যৌন কর্মীদের, স্ত্রীদের কেন থাকবে না!

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) জানুয়ারি ১৪, ২০২২, শুক্রবার, ৯:৫৪ পূর্বাহ্ন

একজন যৌনকর্মী যৌনতায় না করতে পারেন তার ইচ্ছা হলেই। তাহলে একজন স্ত্রী কেন তা করতে পারবেন না? দিল্লি হাইকোর্ট বিবাহ পরবর্তী ধর্ষণ নিয়ে একগুচ্ছ মামলা শোনার সময় এই মন্তব্য করেন। বিচারকরা বলেন, এই উপমহাদেশে বিবাহিত স্ত্রীকে যৌনতার দাসী বলে ধরে নেয়া হয়। স্ত্রী’র ইচ্ছার বিরুদ্ধে যৌন সংসর্গ করাটা ধর্ষণের থেকেও খারাপ বলে মনে করে দিল্লি আদালত। বিচারপতি রাজীব শাকধের এবং সি হরিশঙ্করকে নিয়ে গড়া একটি ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করে। বিচারপতি শাকধের জানান, ধর্ষণ ধর্ষণই। যে কোনো মহিলার সঙ্গে, তিনি বিবাহিত স্ত্রী হলেও তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সংসর্গ করা রেপ-এরই নামান্তর। ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা ও সরকারি আইনজীবী মনিকা রাও আদালতকে জানায় সরকার ধর্ষণ সংক্রান্ত ৩৭৫ ধারা সংশোধন করে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
A.R.Sarker
২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ১১:২২

যারা স্বীদের যৌন কর্মীর সংগে তুলনা করেছেন আমার মতে তারা শালিনতা বিবর্জিত।

আবুল কাসেম
১৩ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ১০:৪৬

স্ত্রীদের স্বাধীন মতামত থাকতে পারে তবে বেশ্যাদের সঙ্গে তুলনা করে গৃহিণদের সম্মান হানি করা হয়েছে। বিচারকের শালীনতা বোধ নিয়ে সন্দেহ আছে।

amir
১৪ জানুয়ারি ২০২২, শুক্রবার, ১০:১৭

যৌনতায় না করার স্বাধীনতা আছে যৌন কর্মীদের, স্ত্রীদের কেন থাকবে না! ------কারণ স্ত্রীরা যৌন কর্মী নন! (Sex workers have the freedom not to have sex, why not wives!----Because wives are not sex workers)!

অন্যান্য খবর