× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার হৃদযন্ত্রের সমস্যায় অবামেয়াং

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, শনিবার

ক্রিস্টিয়ান এরিকসেনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনিশ স্টারের হৃদযন্ত্র অকার্যকর হয়ে যাওয়ার ঘটনায় সচেতন সবাই। হৃদস্পন্দনের যথার্থ সাড়া না পাওয়ায় মাত্র ৩৩ বছর বয়সে বুটজোড়া গুছিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সার্জিও আগুয়েরো। এবার একই সমস্যার সম্মুখীন আর্সেনালের তারকা ফুটবলার পিয়েরে-এমেরিক অবামেয়াং। শারীরিক অবস্থা গুরুতর না হলেও আপাত দৃষ্টিতে জটিল ঝামেলায়ই পড়েছেন তিনি। অবামেয়াংয়ের হৃদযন্ত্রের টিস্যুতে ক্ষত ধরা পড়েছে। যে কারণে আফ্রিকান নেশনস কাপের ম্যাচ খেলতে পারেননি গ্যাবন অধিনায়ক।

শুধু অবামেয়াংই নন, গ্যাবনের আরো দুই ফুটবলার মারিও লেমিনা ও অ্যাক্সেল মেয়ে একই রোগে গ্যাবন স্কোয়াডের বাইরে।
আফ্রিকান কাপ অব নেশনসে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে ১-১ গোলের ড্র করে। তবে অসুস্থতার কারণে অবামেয়াং এবং বাকি দুজনকে খেলানো হয়নি ম্যাচটিতে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং গ্যাবন ফুটবলের তরফ থেকে জানানো হয়, অবামেয়াং ও তার দুই সতীর্থের হৃদযন্ত্রের টিস্যুতে ক্ষত ধরা পড়েছে।
ঝুঁকি না নিতে তাদের খেলার অনুমতি দেয়া হয়নি।

সিএএফের বিবৃতিতে বলা হয়, ‘ মেডিকেল কমিশনের মতে, অবামেয়াং, মারিও লেমিনা ও অ্যাক্সেল মেয়ে কোভিড থেকে সেরে উঠলেও ম্যাচটা খেলতে পারবেন না। পরীক্ষায় হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। সিএএফ তাই কোনো ঝুঁকি নিতে রাজি নয়।’

গ্যাবন ফুটবল ফেডারেশনের টুইটে বলা হয়, ‘স্বাস্থ্য পরীক্ষায় অবামেয়াংয়ের হৃদযন্ত্রে ক্ষত ধরা পড়েছে এবং সিএএফ কোনো ঝুঁকি নিতে চায় না।’
আফকান খেলতে গত সপ্তাহে ক্যামেরুনে পৌঁছান অবামেয়াং। সেখানে গিয়েই পিসিআর টেস্টে করোনা পজেটিভ হন। আইসোলেশনে থাকায় টুর্নামেন্টে গ্যাবনের প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে বাধ সাধলো হৃদযন্ত্র। অবামেয়াং টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারবেন কি না সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। বৃটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আর্সেনালের চিকিৎসক দলের দেয়া তথ্যমতে সুস্থ রয়েছে অবামেয়াং।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর