× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /সৎ থাকার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছি -নাসরিন

বিনোদন

মাজহারুল তামিম
১৬ জানুয়ারি ২০২২, রবিবার

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবির মধ্য দিয়ে ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অভিনেত্রী নাসরিন আক্তার। নৃত্য সহশিল্পী হিসেবে যাত্রাটা শুরু হলেও দেশের প্রথম সারির অনেক নায়কের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে তার। এখনও অভিনয় করছেন। পাশাপাশি ব্যস্ত রয়েছেন স্টেজ শো নিয়ে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও সরে দাঁড়ালেন। কারণ কী? নাসরিন বলেন, আমার শিল্পী ভাই বোনেরা অনুরোধ করেছেন। তারা বলেছেন আমি একা পাস করে কী করবো? কিংবা আমি যদি দাঁড়াই প্যানেলে একটু ভোট কম পড়ে যাবে।
তাই আমি যেহেতু তাদের মঙ্গল চাই সে কারণে আমি চিন্তা করলাম, একা দাঁড়িয়ে কী করবো! আর যারা অনুরোধ করেছেন তারা আমার বড়। আমি ছোট হয়ে তো তাদের অনুরোধ ফেলে দিতে পারি না। আমার সম্মান করা উচিত। যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার কী চাওয়া থাকবে? এ অভিনেত্রী বলেন, আমরা শিল্পীরা কাজের মাধ্যমে মাথা উচু করে বাঁচতে চাই। অন্য কিছুর প্রয়োজন নেই। সমাজের লোকেরা যেন বলে শিল্পীরা কাজ করছেন। যারাই নির্বাচিত হবেন তাদের কাছে চাওয়া থাকবে তারা যেন শিল্পীদের প্রতি ইতিবাচক ধারণা প্রতিষ্ঠার জন্য কাজ করে। এবার অন্য প্রসঙ্গে আসি। কাজের কী অবস্থা? নাসরিনের উত্তর- কাজের সংখ্যা খুবই কম। আমাদের মতো শিল্পীদেরও কাজ কম। সামনে কাজী হায়াৎ ভাইয়ের ‘জয় বাংলা’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে। এতে নায়ক বাপ্পির বড় বোনের চরিত্রের জন্য আমাকে বলা হচ্ছে। এছাড়া যেহেতু সিনেমার কাজ কম। তাই বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য সার্কাস, বিয়ে বাড়ি, গাঁয়ে হলুদে স্টেজ শোগুলো করি। আর আগামীতে যদি ছবির সংখ্যা বাড়ে আমাদের কাজ বাড়বে। তবে এখন যেহেতু কাবিলা ভাইয়ের একটু সমস্যা। যেহেতু আমাদের জুটি ভেঙে গেছে। তাই আমার কাছে মনে হয় চরিত্রগুলো পরিবর্তন করতে হবে। এখন আমি বড় বোন, ভাবির চরিত্রগুলো করতে চাচ্ছি। বাকিটা পরিচালকদের উপর নির্ভর করছে। ক্যারিয়ার নিয়ে চিন্তা-ভাবনা কী? নাসরিন বলেন, ক্যারিয়ার নিয়ে এতটুকু বলতে চাই, কাজের জায়গায় সৎ ছিলাম খুব। সৎ থাকার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছি। সামনে ভালো ভালো কাজ আরো করে যেতে চাই, যদি সে সুযোগ পাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর