কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বাংলায় করোনা কিছুটা কম, কলকাতায় সংক্রমণ কমছে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২২-০১-১৬
শুক্রবারের তুলনায় শনিবার কলকাতায় করোনা সংক্রমণ কম দেখা গেছে। রাজ্য সরকারের দেয়া হিসাব অনুযায়ী শনিবার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ২২ হাজার ৬৪৫। পজিটিভিটি রেটও কমেছে। শুক্রবার করোনা সংক্রমণের পজিটিভিটি রেট ছিল ৩১.১। শনিবার এই হার দাঁড়ায় ২৯.৮ শতাংশ। তবে, টেস্টিং কম হওয়ার জন্য এই স্বল্পতা কিনা সেই সম্পর্কে চিকিৎসকরা নিঃসংশয় নন। কলকাতায় সংক্রমণ কমার দৃশ্যত ইঙ্গিত মিলেছে পরিসংখ্যানে। কলকাতায় শুক্রবার করোনা আক্রান্তের সংখা ছিল ছয় হাজার ৮৮৭। তা কমে শনিবার হয়েছে চার হাজার ৮৩১।