বাংলারজমিন

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

২০২২-০১-১৭

ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি (২০২২)-এর নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ ৪টি পদে এবং স্বতন্ত্র পদে (অধিকার রক্ষা) একজন জয়লাভ করেন। গত শনিবার মধ্যরাতে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি নূর হোসেন। আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার নূর হোসেন জানান, আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. নুরুল ইসলাম ১৭৬ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী গিয়াস উদ্দিন ১৬২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মো. গোলাম মহি উদ্দিন (আওয়ামী লীগ) ১৫৯ ভোট, মো. জুলফিকার বকুল (বিএনপি) ১৫৮ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. মঈনুল হোসেন মজনু (বিএনপি) ১৫৬ ভোট, অডিটর পদে মো. আলা উদ্দিন ভূঁইয়া (আওয়ামী লীগ) ১৭৭ ভোট, অর্থ সম্পাদক পদে নুরুল আনোয়ার ভূঁইয়া (বিএনপি) ১৫৬ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম তুহিন (বিএনপি) ১৬৫ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্যাহ ভূঁইয়া (বিএনপি) ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে ইয়াছিন আরাফাত তারেক (বিএনপি) ১৭৮ ভোট, প্রিন্স মাহমুদ চৌধুরী (বিএনপি) ১৭২ ভোট, মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার (বিএনপি) ১৬৯ ভোট, নাছের উদ্দিন মিয়াজী (আওয়ামী লীগ) ১৫৬ ভোট, মহিব উল্লাহ খান (বিএনপি) ১৪০ ভোট ও বাম দল সমর্থিত স্বতন্ত্র (অধিকার রক্ষা) প্রার্থী শাহ মোহাম্মদ কায়কোবাদ সাগর ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে আইনজীবী সমিতি ভবনে শনিবার দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদে দু’টি প্যানেলসহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কার্যকরী কমিটির ৯টি সম্পাদকীয় পদে ২০ জন ও কার্যকরী কমিটির ৬টি সাধারণ সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রসঙ্গত, বিগত বছরের (২০২১) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ১০টি পদে ও বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয়লাভ করেছিল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status