অনলাইন

শাবি’র ঘটনায় তদন্ত কমিটি, চলবে প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম

শাবি প্রতিনিধি

২০২২-০১-১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম তদন্ত কমিটি গঠনের তথ্য জানান।
তিনি জানান, গতকাল রোববার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়। এতে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো রাশেদ তালুকদারকে সভাপতি ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিকে কমিটির সদস্য করা হয়েছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুস্তাক আহমেদ। সোমবার সকালে এই তথ্য জানান তিনি। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলমান রাখবো। শিক্ষার্থীদের ভর্তি আজকেও চলমান রয়েছে।

গত ৪ঠা জানুয়ারি থেকে ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হয়েছে। এতে ‘এ-১’ ৯৫৫ টি আসন, ‘এ-২’তে ৩০টি ও ‘বি’ ইউনিটে ৬০২সহ মোট ১৫৮৭ আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের তিনদফা দাবিকে কেন্দ্র করে রোববার পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পুলিশের হামলার পর প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে এবং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও হামলার বিচার দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। এখনো আন্দোলন চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status