বিনোদন
সোমা-রওনকের ‘শাহানা’
স্টাফ রিপোর্টার
২০২২-০১-১৮
চ্যানেল আইতে আগামীকাল বিকাল ৩টা ৫ মিনিটে দেখানো হবে লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘শাহানা’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে সুমনা সোমা, রওনক হাসান, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। রওনক হাসান বলেন, টেলিছবিটির গল্প দারুণ। কাজ করে ভালো লেগেছে। আমরা সবাই মিলে একটা ভালো প্রজেক্ট দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে এই টেলিছবিটি।