× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিতর্কের মুখে

বিনোদন

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার

ভেজা শরীরে বাথটবে স্নান করছেন শ্রাবন্তী, নায়িকার এমনই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের চর্চায় এই টলি সুন্দরী, তবে আবার পড়লেন বিতর্কের মুখে। আসলে সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রাবন্তীর। ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক জীবন- শ্রাবন্তীর পিছু পিছু ছুটে আসে বিতর্ক। এবার এক ‘খুদে বন্ধু’র সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষ আর রোষের মুখে শ্রাবন্তী। ভাবছেন বিষয়টি কী? আসলে সম্প্রতি ইনস্টাগ্রামে এক ছোট্ট বেজির সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেই বেজি শাবকটি বিরাট একটা চেন দিয়ে বাঁধা। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, হঠাৎ করেই দেখা হলো একটা ছোট্ট মিষ্টি বন্ধুর সঙ্গে।
এরপর হ্যাশট্যাগে নায়িকা জুড়ে দিয়েছেন ‘লাভ অ্যানিম্যাল্‌স’, ‘কিউটিপাই’। এই ছবি দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। যেভাবে মোটা শিকল দিয়ে ওই ছোট্ট বেজিটি বাঁধা রয়েছে তা নিয়ে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ তারা। নেটিজেনদের শ্রাবন্তীকে প্রশ্ন, এটা কি ধরনের পশু প্রেম’, একজন লিখেছেন- বুঝতে পারছি না এইটুকু বাচ্চার গলায় এতো বড় চেন সিরিয়াসলি? হ্যাশট্যাগে অ্যানিম্যাল লাভ? এটা কী ধরনের নাটক? কেউ কেউ তো আবার পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যালের অফিসিয়্যাল হ্যান্ডেলকে ট্যাগ করে নালিশ ঠুকেছেন। উল্লেখ্য, নেউল বা মঙ্গুজ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সিডিউল ২ তালিকাভুক্ত প্রাণী। বাঘ শিকারের মতো সমান অপরাধ নেউল শিকার। ছবিতে গোলাপি রঙের সালোয়ারে পাওয়া গেছে শ্রাবন্তীকে। মাথায় সিঁদুর, খোলা চুল, চেন দিয়ে বাঁধা বেজির বাচ্চাটিকে হাতে ধরে আছেন শ্রাবন্তী। ছবিটি কোথায় তুলেছেন নায়িকা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। তবে খুব সম্ভবত এটি শুটিং লোকেশনে তোলা। অন্তত শ্রাবন্তীর লুক তাই বলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর