× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার , ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনায় বিদেশে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার

 বিদেশে উচ্চ বেতনে রেস্টুরেন্টে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ আহাদুজ্জামান রাজু (৩৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু তেরখাদা উপজেলার কুসলা গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে।
র‌্যাব-৬ সূত্র জানান, অভিযোগকারীর ভাইকে বিদেশে উচ্চ বেতনে রেস্টুরেন্টে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করে রাজু। এ অভিযোগের ভিত্তিতে খুলনা শিরোমনি গ্রামীণ ব্যাংকের পাশে অভিযান পরিচালনা করে রাজুকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি মোবাইলফোন, ২টি সিমকার্ড ও নগদ ২ হাজার ২শ’ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, সে ভিকটিমের মায়ের নিকট ২টি নকল ভিসা দিয়ে প্রথমে নগদ ১ লাখ টাকা এবং বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরও ৫ লাখ ৭০ হাজার টাকা বিদেশে পাঠানো এবং বিদেশে রেস্টুরেন্টে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মামলা হয় এবং মামলা মূলে আসামিকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর