অনলাইন
বিএসএমএমইউ’র গবেষণা
দেশে কোভিড শনাক্ত হওয়া ২০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত
স্টাফ রিপোর্টার
২০২২-০১-১৮
বাংলাদেশে কোভিড শনাক্ত হওয়াদের মধ্যে ২০ শতাংশই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ও বাকি ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ দুপুরে বিএসএমএমইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই গবেষণার ফলাফল তুলে ধরেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ২৯শে জুন ২০২১ থেকে ৮ই জানুয়ারি ২০২২ পর্যন্ত দেশব্যাপী ৭৬৯টি কোভিড পজিটিভ রোগীদের জিনোম সিকোয়েন্সিং করে গবেষণার এই ফলাফল পাওয়া গেছে।
৮ই ডিসেম্বর ২০২১ থেকে ৮ই জানুয়ারি ২০২২ পর্যন্ত সংগ্রহ করা স্যাম্পলের মধ্যে ২০ শতাংশ ওমিক্রন, ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের শতভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে ওমিক্রনে আক্রান্ত রোগী হাসপাতালে আসেননি। কারণ ওমিক্রণের উপসর্গ একেবারেই মৃদু।
৮ই ডিসেম্বর ২০২১ থেকে ৮ই জানুয়ারি ২০২২ পর্যন্ত সংগ্রহ করা স্যাম্পলের মধ্যে ২০ শতাংশ ওমিক্রন, ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের শতভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে ওমিক্রনে আক্রান্ত রোগী হাসপাতালে আসেননি। কারণ ওমিক্রণের উপসর্গ একেবারেই মৃদু।