× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

লক্ষ্মীপুরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

বাংলারজমিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, বুধবার

বেতন স্কেল বাস্তবায়ন ও নিয়োগ বিধি পরিবর্তনসহ নানা দাবিতে লক্ষ্মীপুরে ৫ উপজেলার ৫৮টি ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা কাজে যোগ না দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছে তারা। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের  সামনে অবস্থান নিয়ে কালো ব্যাজ ধারণ করে ঘণ্টাব্যাপী  এ কর্মবিরতি পালন করে।
কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা শাখার নেতারা। এ সময় বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি আবদুস সহিদ ও  সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ইউনিয় ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী আহম্মদ, জসিম উদ্দিন, ইকবাল চৌধুরী, সঞ্জয় কুমার চক্রবর্তী, মো. সৈকত হোসেন, সম্ভুলাল মজুমদার ও আনোয়ারা আক্তারসহ অনেকেই।
এদিকে সংগঠনের সভাপতি আবদুস সহিদ ও সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করে বলেন, বেতন স্কেল উন্নতিকরণ ও নিয়োগ বিধি পরিবর্তন করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়েছে আসছি এবং বাস্তবায়নের আশ্বাস দেয়া হলেও এখনো তা হচ্ছে না। এতে করে অনেক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। দ্রুত বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিত আদেশ প্রত্যাহার করা এবং তিন মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের দাবি জানান তারা। অন্যথায়  আরও কঠোর কর্মসুচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন বলেন, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি দিয়েছেন।
তাদের স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানো হবে। যেন তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়- সেটাই আশা করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর