× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জয়পুরহাটে বাল্যবিবাহ রেজিস্ট্রি করায় কাজী ও তার সহকারী গ্রেপ্তার

বাংলারজমিন

জয়পুরহাট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার

 জয়পুরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৫ বৎসরের এক যুবকের সঙ্গে বিবাহ রেজিস্ট্রি করার অভিযোগে আব্দুর রউফ চঞ্চল (৩৮) নামে কাজী ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল (৫২)কে গ্রেপ্তার করছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, ১২ই ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে জয়পুরহাট শহরের টুকুর মোড় এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের সঙ্গে রেজিস্ট্রি মূলে বিবাহ রেজিস্ট্রি করেন আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল। ঘটনাটি পরদিন ওই স্কুলছাত্রী তার প্রধান শিক্ষককে খুলে বললে এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেয়ার বিষয়টি আমলে নিয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার বাদী হয়ে ১৮ই জানুয়ারি সদর থানায় বর জাহিদ হোসেন, কাজী চঞ্চল, তার সহকারী দুলাল ও ধানমণ্ডি মহল্লার বাসিন্দা অর্থাৎ স্কুলছাত্রীর খালা ফারুক হোসেনের স্ত্রী আমেনা বেগম (৪২) ও তার নানা একই মহল্লার বাসিন্দা মজিবর রহমান ভাদু (৫৮)কে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ উল্লেখিত কাজী ও তার সহকারীকে মঙ্গলবার রাতে পাচুরচক ও ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে পুিলশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর