বাংলারজমিন

নান্দাইলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

২০২২-০১-২০

ময়মনসিংহের নান্দাইলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সকালে পথচারীরা উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের নতুনবাজার এলাকায় বড়ডোবা বিলের ধানের জমিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন। জানা গেছে, নিহত ব্যক্তির নাম আঃ মন্নাফ ওরফে মনির (৪৮)। তিনি নান্দাইল পৌরসদর কাকচর মহল্লার মৃত আজিম উদ্দিনের ছেলে।
নিহতের ভাই মোতালেব জানান, আমার ভাই পেশায় একজন অটোরিকশাচালক। গতকাল সন্ধ্যার পর মধুপুর বালিপাড়ার দিকে ভাড়া নিয়ে যায়। আমরা মনে করেছিলাম প্রতিদিনের মতো আজও রাতে ফিরে আসবে। কিন্তু রাত গভীর হলেও ফিরে না আসায় বিভিন্ন জায়গায় ফোন করে খোঁজ-খবর নিই। কিন্তু কোথাও খুঁজে পাইনি। তিনি আরও জানান, আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি দেখে তাকে আমরা শনাক্ত করি। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, প্রথমে লাশের পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তার পরিবার নিহতের পরিচয় নিশ্চিত করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অনুসন্ধান শুরু হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status