কমনওয়েলথ গেমসের বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৮ উইকেটের দুর্দান্ত জয়ে শুরু বাঘিনীদের। আর গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর দাপুটে বোলিংয়ে মাত্র ১২.৪ ওভারে ৪৫ রানে কেনিয়ার ইনিংস গুঁড়িয়ে দেয় টাইগ্রেস বোলাররা।
শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন শামিমা সুলতানা। এরপর দলীয় সংগ্রহে ১৮ রান যোগ করতে আরো দুই উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক জ্যোতি। শূন্য হাতে ফেরেন রুমানা আহমেদ।
এক পাশ আগলে রেখে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন ওপেনার মুর্শিদা খাতুন। কিন্তু ৬.৪তম ওভারে কুইন্টর অ্যাবেলকে খেলতে গিয়ে ক্যাচ তোলেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ২৬ রান করেন মুর্শিদা। ৫০ রান জড়ো করতেই ৬ উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তোলেন অভিজ্ঞ সালমা খাতুন ও ঋতু মণি। দুই ব্যাটার মিলে গড়েন রেকর্ড ৭২ রানের জুটি। সালমা ৩২ বলে ৩৩ রান এবং ঋতু ৩৪ বলে ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন।
সপ্তম উইকেটে মেয়েদের ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ রানের জুটি এটি। ২০১৯ সালে রেকর্ডটি গড়েছিলেন তাঞ্জানিয়ার মনিকা পাসকাল আর নাসারা সাইদি। সপ্তম উইকেটে উগান্ডার বিপক্ষে ৭২ রানের জুটি গড়েছিলেন তারা। কেনিয়ার পক্ষে কুইন্টর অ্যাবেল ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট।
বল হাতে কেনিয়া শিবিরে প্রথম আঘাত হানেন সালমা খাতুন। শূন্য রানে ফেরান ভেরোসিনা আবুগাকে। দলীয় ১২ রানে আরো দুই উইকেট হারায় কেনিয়া। কুইন্টর অ্যাবেলকে ৯ রানে সাজঘরের পথ দেখান সুরাইয়া আজমিন। পরের ওভারে রান আউট হন সিলভিয়া কিনিউয়া।
কেনিয়ার দলীয় সর্বোচ্চ রান আসে শ্যারন জুমার ব্যাট থেকে। ২০ বলে ২৪ রান করে সানজিদা আক্তার মেঘলার উইকেটে পরিণত হন এই ব্যাটার। কেনিয়ার ৬ ব্যাটার ‘ডাক’ মারেন, দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেনি ৯ ব্যাটার। বল হাতে দ্যুতি ছড়ান নাহিদা আক্তার। ৩.৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোনো নারী বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। কেনিয়ার বিপক্ষে একটি করে উইকেট পান সালমা খাতুন, সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ ও সানজিদা আক্তার মেঘলা।