খেলা

পিএসজির কথায় মেসিকে দলে রাখেননি স্কালোনি

স্পোর্টস ডেস্ক

২০২২-০১-২০

আগামী ২৮শে জানুয়ারি ও ৪ই ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটোয় অধিনায়ক লিওনেল মেসিকে রাখেননি কোচ লিওনেল স্কালোনি।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গত ২২শে ডিসেম্বর সবশেষ ম্যাচ খেলেন মেসি। সদ্য করোনা সারিয়ে ক্লাবে ফিরলেও মেসিকে মাঠে নামাননি কোচ মাউরিসিও পচেত্তিনো। মূলত কোভিড-১৯ এর ধকল সামলে পুরোপুরি ফিট হতেই বিশ্রাম দেয়া হয়েছে মেসি। একই কারণে জাতীয় দলের জার্সিতে আগামী দুই ম্যাচ খেলা হবে না আর্জেন্টিনা অধিনায়কের।

ফরাসি গণমাধ্যমগুলোর খবর, মেসির ক্লাব পিএসজির অনুরোধেই ২৭ জনের স্কোয়াডে তাকে রাখেননি স্কালোনি।

মেসির অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন জুভেন্টাস তারকা পাউলো দিবালা। রিভারপ্লেটে আলো ছড়িয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে আসা ফরোয়ার্ড ইউলিয়ান আলভারেজকে এবারও দলে রেখেছে আর্জেন্টিনা।

দলের সেরা তারকা বিশ্রামে থাকলেও ভাবনার কারণ নেই আর্জেন্টিনার। কারণ ইতিমধ্যেই বাছাইপর্বের বাধা টপকে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলসেলেবিস্তেরা। বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা সব মিলিয়ে সর্বশেষ ২৭ ম্যাচের কোনোটিতে হারেনি। বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট শীর্ষে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ীরাও এখনো বাছাইপর্বে কোনো ম্যাচ হারেনি।

আগামী ২৮শে জানুয়ারি সকাল ৬টা ১৫ মিনিটে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২লা ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় ঘরের মাঠে কলম্বিয়ার মোকাবিলা করবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনজে (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আতালান্তা), এস্তেবান আনদ্রাদা (মন্তেরি)

ডিফেন্ডার: নাউয়েল মোলিনা (উদিনেজ), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া)

মিডফিল্ডার: লুকাস ওকামপোস (সেভিয়া), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আলেসান্দ্রো গোমেজ (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), আলেক্সিস মাক আলিসতের (ব্রাইটন)

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), পাউলো দিবালা (জুভেন্টাস)।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status