বাংলারজমিন

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পিকআপ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

২০২২-০১-২১

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দরগাহছড়া এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি  (সিএনজি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএজির দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় টেকনাফ সদর দরগাহছড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা জমির আহমদের ছেলে সিএনজি ড্রাইভার মো. সাদেক (২৭) ও টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মাহফুজা (১৬) বলে প্রাথমিকভাবে জানা যায়। অপর গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status