বাংলারজমিন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোটার, ময়মনসিংহ থেকে
২০২২-০১-২১
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন করোনা শনাক্ত হয়ে ২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যান ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫)।
এ সময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ারা হলেন- নেত্রকোনার এনামুল হক (৩৮), জামালপুর সদরের দুলাল উদ্দীন (৮০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ২০৮ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১১ জন।
করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৬৮ জন। এর মধ্যে ৪ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যান ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫)।
এ সময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ারা হলেন- নেত্রকোনার এনামুল হক (৩৮), জামালপুর সদরের দুলাল উদ্দীন (৮০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ২০৮ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১১ জন।
করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৬৮ জন। এর মধ্যে ৪ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।