× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মীরসরাইয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তার

বাংলারজমিন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, শুক্রবার

মীরসরাই থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি, চুরি, ছিনতাই সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাতদলের চিহ্নিত ৯ সদস্যকে ২০শে জানুয়ারি রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের  সেকান্দার মিয়ার ছেলে মিজানুর রহমান (প্রকাশ সাদ্দাম) (২৩), মীরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেনের ছেলে আরাফাত হোসেন (রনি) (২৩), চট্টগ্রামে ফি-বোড এলাকার  মো. ওসমান এর ছেলে তুষার (২২)। সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মো. শহীদ (২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকার মৃত বজলুল হকের ছেলে মো. বক্কর (২৬), বি.বাড়িয়া কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. মহসিন (২৩), ভাটিয়ারীর হাতেম পাড়া এলাকার মো. রফিক এর ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. ইউসুফের ছেলে রাকিব হোসেন (২০)  ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদুর রহমান (২৩) সহ ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০শে জানুয়ারি) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মীরসরাই থানা সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবেশে ছিনতাই এবং মহাসড়কে রড মেরে গাড়ি ডাকাতি করতো। মামলার তদন্তকারী কর্মকর্তা মীরসরাই থানার তদন্ত কর্মকর্তা অলি উল্লাহ জানান, মীরসরাই এসপি সার্কেল লাবিব আব্দুল্লাহর দিক- নির্দেশনা ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান পিপিএম সার্বিক তত্ত্বাবধানে নিজামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর