× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া তিনে নেমে গেল ভারত

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, শুক্রবার

ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে ৪-০তে অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া। তার পুরস্কারও হাতেনাতে পেল দলটি। দেড় বছরের বেশি সময় পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলো অজিরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খুইয়ে শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে গেছে ভারত। অবনমন হয়েছে পাকিস্তানেরও।
২০২০’র মে মাসের পর শীর্ষ স্থান ফিরে পেল অস্ট্রেলিয়া। ১১৯ রেটিং তাদের। দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১১৭। কিউইদের চেয়ে এক রেটিং পেছনে ভারত।
অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট না জেতা ইংল্যান্ড ১০১ রেটিং নিয়ে রয়েছে যথারীতি চার নম্বরে।
ইংল্যান্ডের পরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৯৯), পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮৩) এবং ওয়েস্ট ইন্ডিজের (৭৫) অবস্থান। বাংলাদেশ ৫৩ রেটিং নিয়ে রয়েছে নবম স্থানে। আর ৩১ রেটিং নিয়ে জিম্বাবুয়ের অবস্থান দশম স্থানে।  টেস্ট স্ট্যাটাস থাকলেও র‌্যাঙ্কিংয়ে বিবেচনায় আসার জন্য পর্যাপ্ত ম্যাচ না খেলায় এই তালিকায় নেই আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫
দল    ম্যাচ     রেটিং
অস্ট্রেলিয়া    ২৩    ১১৯
নিউজিল্যান্ড    ২৮    ১১৭
ভারত    ৩২    ১১৬
ইংল্যান্ড    ৪১    ১০১
দ. আফ্রিকা    ২৩    ৯৯
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর