× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

মেলবোর্নে নক্ষত্রের পতন

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, শুক্রবার

প্রথম রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন এমা রাডুকানু। দ্বিতীয় রাউন্ডের শুরুটাও হার দিয়ে। দ্বিতীয় সেট জিতে আরেকটি প্রতাবর্তনের গল্পের ভূমিকা লিখলেন রাডুকানু। কিন্তু গল্পের শেষটা আর মধুর হলো না। তৃতীয় সেটে হেরে বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। বিদায় নিয়েছেন ছেলেদের সাবেক নাম্বার ওয়ান অ্যান্ডি মারেও।
১৯ বছর বয়সী বৃটিশ টেনিস তারকা রাডুকানু গত বছর ইউএস ওপেন জিতে তাক লাগিয়ে দেন সবাইকে। অস্ট্রেলিয়ান ওপেনে থামলেন দ্বিতীয় রাউন্ডেই। গতকাল মন্টেনিগ্রোর ডানকা কোভিনিচের কাছে রাডুকানু হারটা ৪-৬, ৬-৪, ৩-৬ গেমে।
মেলবোর্ন থেকে বিদায় নেন মেয়েদের তৃতীয় বাছাই গারবিন মুগুরুজা এবং ষষ্ঠ বাছাই আনেত কন্টাভেইও। ১২তম বাছাই এলেনা রাইবাকিনা ছিটকে গেছেন চোটের কারণে। তবে দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কা, সপ্তম বছাই ইগা শিয়নটেক নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড।
অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক ফাইনালিস্ট মুগুরুজার প্রতিপক্ষ ছিল ফ্রান্সের আলিজে করনেট। একপেশে লড়াইয়ে ৬-৩, ৬-৩ গেমে করনেটের কাছে হার মানেন এই স্প্যানিয়ার্ড। আর ষষ্ঠ বাছাই আনেত কন্টাভেইটও সরাসরি সেটে হারেন ক্লারা টাউসনের কাছে।
অস্ট্রেলিয়ান ওপেনে ৫টি ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেননি বৃটিশ অ্যান্ডি মারে। চোট কাটিয়ে দুই বছর পর মেলবোর্নে ফেরা মারে এবার বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডেই। জাপানিজ তারকা তারো দানিয়েলে কাছে সরাসরি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন তিনি। তবে পুরুষ এককে দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ, চতুর্থ বাছাই স্তেফানোস সিটসিপাস, পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড। রড লেভার এরেনায় অনুষ্ঠিত ম্যাচে আসরের বর্তমান রানার্সআপ মেদভেদেভ চার সেটের লড়াইয়ে হারান অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে। আর্জেন্টাইন সেবাস্তিয়ান বায়েজের বিপক্ষে গ্রিক তারকা সিটসিপাসের জয়টা ৭-৬ (৭-১), ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪ গেমে। রাশান তারকা আন্দ্রে রুবলেভ সরাসরি সেটে জেতেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসের বিপক্ষে। তৃতীয় রাউন্ডে রুবলেভের প্রতিপক্ষ ২০১৮’র ফাইনালিস্ট মারিন সিলিচ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর