× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

জবিতে সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত

শিক্ষাঙ্গন

জবি প্রতিনিধি
(২ বছর আগে) জানুয়ারি ২১, ২০২২, শুক্রবার, ৩:০৭ অপরাহ্ন

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে যেহেতু করোনা ইনফেকশন রেকর্ড হচ্ছে পাশাপাশি সরকারি প্রজ্ঞাপন আসছে, আমরা এখন দুই সপ্তাহ সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবো তবে অনলাইন ক্লাস চলমান থাকবে। তবে পূর্বের মত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যে সকল বিভাগে পরীক্ষা ও ল্যাব বাকি আছে সেগুলোর ব্যাপারে আমরা ডীন ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে আজকে বা কালকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর