× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২৮

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) জানুয়ারি ২১, ২০২২, শুক্রবার, ৫:২৮ অপরাহ্ন

পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরে একটি বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। বৃহস্পতিবার লাহোরের একটি ব্যস্ত মার্কেটে এ হামলা হয়। এ খবর দিয়েছে এনডিটিভি।
হামলার পর তদন্ত চালু করেছে লাহোর পুলিশ। পুলিশের মুখপাত্র রানা আরিফ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি টাইম-বোমা ছিল। এটিকে একটি মটোরসাইকেলের সঙ্গে বেঁধে ঘটনাস্থলে রেখে যাওয়া হয়। বিস্ফোরণের পর আশেপাশের ভবনগুলোর জানালাগুলো ভেঙ্গে পড়ে। যে মার্কেটে বিস্ফোরণটি হয় সেই আনারকলি মার্কেট মূলত ভারতীয় পণ্য বিক্রির জন্য পরিচিত।
লাহোরের কমিশনার মুহাম্মদ উসমান জানিয়েছেন, বেলুচিস্তানের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অপরাধীদের খুঁজে দ্রুত আইনি ব্যবস্থা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর