× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সুস্থ আছেন অবামেয়াং

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, শনিবার

ফুটবলকে বিদায়ই বলে দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। ইন্টার মিলানের ডেনিশ তারকা এরিকসনের ক্যারিয়ারও হুমকির মুখে। সর্বশেষ হৃদরোগে আক্রান্ত হন তারকা ফুটবলার পিয়ের এমেরিং-অবামেয়াং। গত সপ্তাহে আর্সেনালের গ্যাবনিজ স্ট্রাইকারের হার্টের টিস্যুতে ক্ষত ধরা পড়ে। যে কারণে আফ্রিকান নেশনস কাপে খেলা হয়নি তার। তবে দুঃশ্চিন্তার কারণ নেই, সুস্থ আছেন অবামেয়াং। স্বস্তির খবরটি ভক্তদের নিজেই জানিয়েছেন তিনি।
অবামেয়াং লন্ডনে ফিরেছেন। নিজের টুইটারে জিমনেশিয়ামের ছবি পোস্ট করে অবামেয়াং লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, আমি শারীরিক পরীক্ষার জন্য লন্ডনে ফিরে এসেছি।
আমি আনন্দিত যে, আমার হার্ট এবং আমি সম্পূর্ণ সুস্থ।’ শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা প্রকাশ করে অবামেয়াং লিখেছেন, ‘গত কদিনে আমার জন্য সবার (শুভ কামনা প্রত্যাশা) বার্তা আনন্দের। এবং আমি ফিরে এসেছি।’ আফকান খেলতে গিয়ে ক্যামেরুন পৌঁছেই দুঃসংবাদ পান অবামেয়াং। পিসিআর টেস্টে করোনা পরীক্ষায় পজেটিভ আসেন। যেকারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি গ্যাবন অধিনায়ক। দ্বিতীয় ম্যাচের আগে তার হৃদযন্ত্রের সমস্যার কথা জানায় গ্যাবন ফুটবল ফেডারেশন। এরপর আর আফকানই খেলা হয়নি অবামেয়াংয়ের।
আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা স্পোর্টসমেইলকে জানান, কিছু শারীরিক পরীক্ষা করা হবে অবামেয়াংয়ের। আর্তেতা বলেন, ‘সে এখন লন্ডনে এবং তার এখন কিছু পরীক্ষা করা হবে। কেননা গ্যাবনের পক্ষ তার ফিরে আসার বিষয়ে কিছু জানানো হয়নি।’
আর্তেতা বলেন, ‘তার সুস্থতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা সব সময়ই খেলোয়াড়দের নিয়ে সতর্ক।’
শুধু অবামেয়াংই নন, গ্যাবনের আরো দুই ফুটবলার মারিও লেমিনা ও অ্যাক্সেল মেয়ের হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে।
আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং গ্যাবন ফুটবলের তরফ থেকে জানানো হয়, অবামেয়াং ও তার দুই সতীর্থের হৃদযন্ত্রের টিস্যুতে ক্ষত ধরা পড়েছে।
ঝুঁকি না নিতে তাদের খেলার অনুমতি দেয়া হয়নি। সিএএফের বিবৃতিতে বলা হয়, ‘মেডিকেল কমিশনের মতে অবামেয়াং, মারিও লেমিনা ও অ্যাক্সেল মেয়ে কোভিড থেকে সেরে উঠলেও ম্যাচটা খেলতে পারবেন না। পরীক্ষায় হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। সিএএফ তাই কোনো ঝুঁকি নিতে রাজি নয়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর