× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্যারিয়ার সেরা বোলিং মিরাজের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ জানুয়ারি ২০২২, শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুরুটা ভালো হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে পরাস্ত হয় মেহেদী হাসান মিরাজরা। দলের হারে ব্যাট হাতে দায় ছিল চট্টগ্রাম অধিনায়কেরও। ব্যর্থ মিরাজের ইনিংসটি মাত্র ৯ রানের। তবে বোলিংয়ে  আলো ছড়ান তিনি। করেছেন বিপিএল তথা টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং। চ্যালেঞ্জার্স স্পিনারের ঘূর্ণিতে বরিশালের ৪ ব্যাটার ফেরেন সাজঘরে।
মিরাজের আগের সেরা বোলিং ফিগারটি খুলনা টাইগার্সের হয়ে। ২০২০ সালে বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৬ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে ৫৪ ম্যাচে ৭.২১ ইকোনমি রেটে মিরাজের শিকার ৪০ উইকেট। আর টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৭ ম্যাচে ৭.৩০ ইকোনমিতে ৫৯ উইকেট নেন মিরাজ।
ব্যাটারদের ব্যর্থতায় মোড়ানো ইনিংসে অষ্টম উইকেটে নেমে বেনি হাওয়েল খেলেন ঝড়ো ইনিংস। ইংলিশ অলরাউন্ডার ৪১ রানে ১২৫ জড়ো করে চট্টগ্রাম। স্বল্প টার্গেট দিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেন মিরাজ। একের পর এক আঘাত হানেন বরিশাল শিবিরে। প্রথম পাঁচ উইকেটের চারটিই নেন মিরাজ। ৪ ওভারে দেন মাত্র ১৬ রান। নিজের প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্ত ১ রানে ফিরিয়ে দারুণ কিছুর আভাস দেন মিরাজ। সাকিবের গুরুত্বপূর্ণ উইকেটটিও নেন মিরাজ। চার-ছক্কায় ঝড়ের ইঙ্গিত দেয়া বরিশাল অধিনায়ককে মাত্র ১৩ রানে আটকে দেন মিরাজ। ১৪তম ওভারে জোড়া আঘাতে বরিশালকে চাপে ফেলে দেন তিনি। ওভারের দ্বিতীয় বলে ফিফটি থেকে ১১ রানের দূরত্বে থাকা সৈকত আলীকে আউট করার পরের বলেই ইরফান শুক্কুরকে সাজঘরের পথ দেখান মিরাজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর