× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কয়রার সুতিবাজার লঞ্চঘাট / পন্টুন না থাকায় জনদুর্ভোগ চরমে

বাংলারজমিন

রিয়াছাদ আলী, কয়রা (খুলনা) থেকে
২২ জানুয়ারি ২০২২, শনিবার

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতিবাজার লঞ্চঘাটে পন্টুন না থাকায় বছরের পর বছর যাত্রীদের কাদা পানিতে নেমে লঞ্চে উঠতে হচ্ছে। সেবা দেয়ার কোনো ব্যবস্থা না থাকলেও যাত্রীদের নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে লঞ্চে যাতায়াত করতে হয়। সরেজমিন দেখা গেছে, সুতিবাজার লঞ্চঘাট থেকে নিয়মিত খুলনা থেকে লঞ্চ আসা-যাওয়া করে। যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা না থাকায় এখানে যাতায়াতের শেষ ভরসা লঞ্চ কিংবা ট্রলার। কিন্তু প্রতিদিন শত শত যাত্রীর লঞ্চে উঠতে হয়  প্রচুর কাদা আর হাঁটুসমান পানিতে নেমে। জানা গেছে, উপজেলার সুতিবাজার লঞ্চঘাট টি চলতি বছর খুলনা বি আই ডব্লিউ টি এ থেকে ৪০ হাজার টাকা রাজস্ব দিয়ে ইজারা গ্রহণ করেন কয়রা সদরের কামরুল ইসলাম। তিনি সংবাদদাতাকে জানান এত টাকা রাজস্ব দিয়ে ঘাট কিনে এখন বিপদে আছি। কাদা পানিতে যাত্রীরা লঞ্চে উঠতে চায়না তার পরেও মালা মাল উঠা নামানো রয়েছে আরও সমস্যা।
সুতি বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, শুধু মহারাজপুর ইউনিয়নের লোকজন এই ঘাট দিয়ে চলাচল করে না পার্শ্ববর্তী কয়রা সদর ইউনিয়নের লোকজনও যাতায়াত করে থাকেন। স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা বলেন, সুতিবাজার লঞ্চ ঘাটে পন্টুন না থাকায় কখনো হাঁটুসমান আবার কখনো কোমরসমান পানিতে নেমে লঞ্চ কিংবা ট্রলারে উঠতে হয় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের। তিনি জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুতিবাজার লঞ্চঘাটে একটি পণ্টুনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। লঞ্চযাত্রী রমজান আলী বলেন, ‘সরকারিভাবে লঞ্চঘাট করা হলেও পল্টুন না থাকায় চরম দুর্ভোগ পোহতে হয় যাত্রীদের। ইজারা দেয়ার আগেও হাঁটুসমান পানিতে নেমে আর কাদায় লঞ্চে উঠতে হতো, এখনো একই অবস্থা। দুর্ভোগ রয়েই গেছে। ‘ঘাট নির্মাণ করে তেমন কোনো লাভ হয়নি। তাই একটি পন্টুন হলে যাত্রীরা এ দুর্ভোগ থেকে একটু হলেও রেহায় পেতো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর