× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল হালিমের স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, শনিবার

বর্ণাঢ্য রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে সরাইলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সাবেক কমান্ডার মো. ইসমত আলীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। আওয়ামী লীগ নেতা মাহফুজ আলীর সঞ্চালনায় ও মোস্তাফিজুর রহমানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট হুমায়ুন মোর্শেদ। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমেদ তফসির, কৃষক লীগের সভাপতি মো. শফিকুর রহমান, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. বাবুল হোসেন, জাপা নেতা মো. এমদাদুল হক ছালেক, ন্যাপ নেতা আব্দুল জব্বার ও ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. হাফেজুল আসাদ সিজার বক্তব্য রাখেন। সীমিত পরিসরে অনুষ্ঠিত সভায় বক্তারা সহজ সরল ত্যাগী, সাহসী মাটি ও মানুষের নেতা আবদুল হালিমের গৌরব গাঁথা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। সেই সঙ্গে তার আদর্শ ও কর্মকাণ্ডকে পরবর্তী প্রজন্মের কাছে জিইয়ে রাখার জন্য উপজেলা সদরে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমটিতে আবদুল হালিমের নামকরণের প্রস্তাব করা হয়। আবদুল হালিম স্মৃতি সংসদ নামের একটি সংগঠনের মাধ্যমে শুধু হালিমই নয় সরাইলের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মুত্যুবরণকারী বীরদেরও অমর করে করে রাখা যাবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর