বাংলারজমিন

বিয়ানীবাজারে ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে জেলে নিহত, আটক ৮

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

২০২২-০১-২২

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গতকাল সকালে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির কোনাপাড়া গ্রামের ইসমাইল আলীর পুত্র আব্দুল হাসিব (৪০)। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ঘটনাস্থল থেকে ৮ জন ড্রেজার শ্রমিককে আটক করেছে পুলিশ।
আটকৃকরা হলো বি-বাড়িয়া জেলার পলিশ্বর এলাকার কাদির মিয়ার ছেলে রশিদ মিয়া (২৪), সুনামগঞ্জ জেলার ফয়জুলপুর এলাকার নুরুল হকের ছেলে মনির হোসেন (২৪), নুরুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), আক্তার মিয়ার ছেলে আলম মিয়া (২৫), কিশোরগঞ্জ জেলার মর্দাপাড়া এলাকার গিয়াস গাজীর ছেলে রাসেল গাজী (২০), ছাত্তার মিয়ার ছেলে মনির মিয়া (২২), কুতুব উদ্দিনের ছেলে তানভীরুল ইসলাম (২০) ও নরসিংদী জেলার আইয়ুবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৬)কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাছ শিকারের ফাঁকে ড্রেজার শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয় জেলে আব্দুল হাসিবের। একপর্যায়ে ড্রেজার শ্রমিকদের ইটের আঘাতে আব্দুল হাসিব পানিতে পড়ে যান। রাতভর তার লাশ খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকালে বিয়ানীবাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিহত হাসিবের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় ৮ ড্রেজার শ্রমিককে আটক করা হয়েছে। এখনো থানায় কেউ এজাহার দায়ের করেনি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status