× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জের ১১ পাঠাগারে বই উপহার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২২ জানুয়ারি ২০২২, শনিবার

কিশোরগঞ্জে ১১টি পাঠাগারে পাঁচ শতাধিক বই উপহার দিয়েছে নদীরক্ষা সংগঠন রিভার বাংলা। গতকাল বিকালে জেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এ বই উপহার অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক লেখক-গবেষক মুআ লতিফ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল। রিভার বাংলা’র সমন্বয়ক লেখক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, কবি নূরে মালেক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শ্রমিক নেতা আবদুর রহমান রুমী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম, কবি আমিনুল ইসলাম সেলিম প্রমুখ। অনুষ্ঠানে রিভার বাংলার পক্ষ থেকে উপহার হিসেবে জেলার ১১টি পাঠাগারে পাঁচ শতাধিক বই হস্তান্তর করা হয়। বই উপহার পাওয়া পাঠাগারগুলো হচ্ছে- জেলা পাবলিক লাইব্রেরি, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, এডভোকেট শেখ নূরুন্নবী বাদল পাঠাগার ও সংগ্রহশালা, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার, বাতিঘর পাঠাগার, কবি আইয়ূব বি হায়দার পাঠাগার, জ্ঞানতীর্থ পাঠাগার, বাদশাহ ভূঁইয়া স্মৃতি পাঠাগার, জিয়াউল হক বাতেন পাঠাগার, কবি নূরে মালেক স্মৃতি পাঠাগার এবং সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসা পাঠাগার। অনুষ্ঠানে লেখক, কবি, সাহিত্যিক, গ্রন্থপ্রেমী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর