× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২৩ জানুয়ারি ২০২২, রবিবার

এনটিভিতে ‘মেহমান’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেহমান’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মারজুক রাসেল, জয়রাজ, শামীম সরকার, জামিল প্রমুখ।
 
বৈশাখী টিভিতে ‘চাপাবাজ’
বৈশাখী টিভিতে রাত ৯টা ২০ ও ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। অভিনয়ে- হাসান জাহাঙ্গীর, আফজাল শরীফ, ফারুক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়, অনন্যা অনু, শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ। রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় হাসান জাহাঙ্গীর।
মাছরাঙাতে ‘১০০-তে একশ’
মাছরাঙাতে রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক- ‘১০০-তে একশ’। রচনা- মুনতাহা বৃত্তা; পরিচালনা- আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল; অভিনয়ে- জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠু প্রমুখ।
দীপ্ত টিভিতে ‘মাশরাফি জুনিয়র’
দীপ্ত টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’।
আহমেদ খান হীরকের গল্পে এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর