বাংলারজমিন
মির্জাপুরে মাস্ক না পরায় ৯ জনকে অর্থদণ্ড
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২০২২-০১-২৩
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল মির্জাপুর পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৯ জনকে মোট ৯ শ’ ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্টের নির্বাহী মো. জোবায়ের হোসেন। এর আগে সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে মাস্ক পরিধান করার জন্য সতর্ক করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেন বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগেই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।