বাংলারজমিন

বুস্টার ডোজের পরেও করোনা আক্রান্ত সদর-সুবর্ণচর আসনের এমপি

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২০২২-০১-২৩

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার ২২শে জানুয়ারি বিকালে এমপি’র চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বিকালে তার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। উনি গতকাল শুক্রবার ২১শে জানুয়ারি রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। গতকাল সকালে রিপোর্ট করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি ধানমণ্ডির বাসায় কোয়ারেন্টিনে আছেন। এমরানুর রহমান চৌধুরী আরও বলেন, কিছুদিন আগেই করোনাটিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status