× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উখিয়ায় ভুয়া ডাক্তার আটক

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২৩ জানুয়ারি ২০২২, রবিবার

কক্সবাজারের উখিয়ায় মিথ্যা উপাধি ধারণ করে প্রতারণাপূর্বক চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে একজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করছে র?্যাব-১৫।  গ্রেপ্তারকৃত হলেন মো. নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ ইসমাইল (৪১)। গতকাল বিকালে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান। এ সময় তিনি জানান, কক্সবাজারের উখিয়া থানার কোর্টবাজারস্থ জমজম মার্কেটের ২য় তলায় দন্ত চিকিৎসা কেন্দ্র নামীয় চেম্বারে প্রকৃত ডাক্তার না হয়েও একজন স্বীকৃত ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীর চিকিৎসা প্রদান করে আসছেন। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে গত শুক্রবার (২১শে জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে র?্যাব-১৫ এর এক আভিযানিক দল চেম্বারে হাজির হয়ে তার কাছে ডাক্তারি পাস সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হওয়ায় আভিযানিক দল দন্ত ডাক্তার হিসেবে মিথ্যা উপাধি ধারণকারী বর্ণিত ব্যক্তিকে আটক করে। এ সময় উক্ত চেম্বার হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৬টি ডিজিটাল সিল, প্রেসক্রিপশন ৬০ পাতা, ২৪টি ছোট প্লাষ্টিকের শিশির ভিতর রক্ষিত দন্ত চিকিৎসায় ব্যবহৃত উপাদান, দন্ত চিকিৎসায় ব্যবহৃত স্টিলের তৈরি ৩৪টি সরঞ্জাম জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর