× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

টি-টোয়েন্টির বর্ষসেরা রিজওয়ান

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, রবিবার

আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। নিকট প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের জস বাটলার ও শ্রীলঙ্কার ওয়ানিন্ডু হাসারাঙ্গাকে পেছনে ফেলে এই খেতাব জিতেছেন তিনি।

ব্যাট হাতে ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে রিজওয়ানের সংগ্রহ ১৩২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ে অবদান রাখেন তিনি। তা ছাড়া বছরের শুরুতেই লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক হাঁকান রিজওয়ান। আর বছর শেষ করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এক কথোপকথনে রিজওয়ান বলেন, ‘পাকিস্তানের নাম বিশ্বের সেরা দলগুলোর মধ্যে দেখাটা আনন্দের। সতীর্থ, স্টাফসহ সবাই আমার এই অর্জনের ভাগিদার।’ রিজওয়ান মনে করেন, সবার কঠোর পরিশ্রমের ফলেই পাকিস্তান বিশ্বের টপ স্কোয়াডের একটি।’

টুইটারে রিজওয়ান লিখেছেন,‘আলহামদুলিল্লাহ। ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি।
ইনশা আল্লাহ, এটি কেবল শুরু। এই খেতাব পাকিস্তান এবং পাকিস্তানি জনগণের জন্য উৎসর্গ করলাম।’ পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা অভিনন্দন জানিয়েছেন রিজওয়ানকে। তিনি বলেন,‘এই খেতাব রিজওয়ানের প্রাপ্য।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Nazmul Islam
২৩ জানুয়ারি ২০২২, রবিবার, ৫:০৩

অভিনন্দন, শুভ কামনা রহিল। আমার প্রিয় খেলোয়ার

অন্যান্য খবর