খেলা

‘বার্সার জার্সি পরলে ২০ কেজি ভার বেড়ে যায়’, সমালোচকদের উদ্দেশ্যে জাভি

স্পোর্টস ডেস্ক

২০২২-০১-২৪

চ্যাম্পিয়নস লীগের স্বপ্ন শেষ হয়েছে আগেই। সদ্য কোপা দেল রে’র মিশনেও ব্যর্থতা সঙ্গী হয়েছে বার্সেলোনার। পয়েন্ট টেবিলের পাঁচে থাকা ব্লাউগ্রানারা লিগ শিরোপা জেতার আশা করতে পারে না। এমতাবস্থায় একেকটি জয় বার্সা ভক্তদের জন্য সান্ত¡না ছাড়া কিছু নয়। সমর্থকদের প্রত্যাশার কিয়দাংশ পূরণ করতে না পারা কাতালানরা রোববার রাতে পেয়েছে জয়। লা লিগার ম্যাচে আলাভেসের মাঠে জয় পেয়েছে বার্সা। এই জয় দিয়ে কি সমালোচকদের মুখ বন্ধ করা সম্ভব? তবে কোচ জাভি হার্নান্দেজের মতে, চেষ্টার কমতি নেই পিকে-বুসকেটসদের। স্প্যানিশ কিংবদন্তির মতে, বার্সার হয়ে খেলা মামুলি বিষয় নয়। নীল-মেরুন জার্সি গায়ে জড়ালে ২০ কেজি ভার বেড়ে যায়!

রোববার রাতে আলাভেসের মাঠে আধিপত্য বিস্তার করে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। একমাত্র গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। এই জয়ে স্বস্তি নেই জাভিরও। জানালেন আত্মবিশ্বাসের অভাবে ভুগছে বার্সেলোনার খেলোয়াড়রা। ম্যাচ শেষে জাভি বলেন, ‘সোনায় মোড়ানো তিনটা পয়েন্ট পেয়েছি আমরা। রিয়াল মাদ্রিদই শুধু এই মাঠে এসে জিতেছে আগে। আজ আমরা জিতলাম। তবে আমাদের যথেষ্ট ভালো খেলেই জিততে হয়েছে। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। আশপাশের পরিবেশও ওদের তেমন সাহায্য করছে না। ফলে আজকের এই জয়ের পর তারা ড্রেসিংরুমে অনেক উদ্যাপন করেছে।’

সমালোচকদের উদ্দেশ্যে জাভি বলেন, ‘আলবা, পিকে, ডি ইয়ং, বুসকেটস সবাইকে নিয়েই সমালোচনা চলছে। কিন্তু ওরা আরও বেশি চেষ্টা করছে। আসলে বার্সার হয়ে খেলা সহজ কাজ নয়। বার্সেলোনার জার্সি গায়ে দিলে আরও ২০ কেজি ভার চলে আসে নিজের ওপর।’

দুঃসময় পেছনে ফেলে নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনতে আত্মবিশ্বাসী জাভি। তিনি বলেন, ‘আমরা এখন কষ্ট সহ্য করছি, তবে একদিন অবশ্যই এই অবস্থা থেকে বের হতে পারব। অন্ধকার সময় কাটিয়ে দেখব সোনালি সূর্য।’

শেষ মুহূর্তের গোলে আলাভেসকে হারালেও রোববার রাতে চেষ্টার কমতি ছিল না বার্সেলোনার। ৭৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১০টি শট নেয় সফরকারী দল। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে ২৪ শতাংশ বল দখলে রাখা আলাভেস ৬টি শটের ২টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।

৮৭তম মিনিটে সাফল্যের দেখা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে জর্ডি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে অফসাইডের ফাঁদ ভেঙে তরেস বল ধরে ফাঁকায় ফ্রেংকি ডি ইয়ংকে পাস দেন। অনায়াসে বাকি কাজ সারেন ডাচ মিডফিল্ডার।

২১ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে পাঁচ নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

দিনের অন্য ম্যাচে এলচের সঙ্গে ২-২ ড্র করা রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status