অনলাইন

পশ্চিম রামপুরায় আগুনে পুড়লো বিদ্যুতের সাব-স্টেশন

অনলাইন ডেস্ক

২০২২-০১-২৪

রাজধানীর পশ্চিম রামপুরার উলন এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাব স্টেশনের সকল সরঞ্জাম পুড়ে গেছে। আজ সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম জানান, চারতলা ভবনটির নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে পাঁচ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status