বিশ্বজমিন
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি বংশোদ্ভূতসহ আহত ২
মানবজমিন ডেস্ক
২০২২-০১-২৪
হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে আহত হয়েছেন দু’জন। এর একজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং অন্যজন সুদানি। রোববার জাযানে আহাদ আল মুসারিহাহ শিল্প এলাকায় ওই ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে দু’জন অল্প আহত হয়েছেন। সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম সৌদি গেজেট এ খবর দিয়েছে। বলা হয়েছে, নৃশংস ওই হামলায় কিছু ওয়ার্কশপ ও বেসামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব নেতৃত্বাধীন জোট বলেছে, এর উচিত জবাব দেয়া হবে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই শিল্প এলাকায় কাজ করেন বিভিন্ন জাতির বেসামরিক মানুষ। সেখানে তৃতীয়বারের মতো হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা করে। দুটি ড্রোন জোটবাহিনী আকাশেই ধ্বংস করে দেয়ার দাবি করেছে। বলা হয়েছে, তা ছোড়া হয়েছিল ইয়েমেনের আল জোউফ গভর্নরেট থেকে।