বাংলারজমিন

সিলেট নগরের আয়তন বেড়েছে ৫২.৯৯ কি.মি. দ্রুত নাগরিক সেবা পৌঁছে দেয়ার আশ্বাস

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২২-০১-২৫

বর্ধিত এলাকাসমূহে উন্নয়ন ও নাগরিক সেবা দ্রুত সময়ের মধ্যে  পৌঁছে দিতে কাজ করছে সিলেট সিটি করপোরেশন। বর্ধিত এলাকার নাগরিকদের জীবনমানের উন্নয়নে সিসিক বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করছে জানিয়েছেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক  চৌধুরী। সোমবার দুপুরে মহানগরের বর্ধিত এলাকা  মেজরটিলা ও ইসলামপুর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সিসিক মেয়র বলেন, নতুন যুক্ত হওয়া এলাকাসমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। এসব এলাকায় পানি নিষ্কাশন, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন ও সড়ক বাতি স্থাপন, ফুটপাথ নির্মাণ সহ সব ধরনের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ২৬.৫০ বর্গ কিলোমিটার থেকে বর্ধিত হয়ে সিলেট সিটি করপোরেশনের আয়তন এখন ৭৯.৪৯ বর্গ কিলোমিটার। সিসিকের সঙ্গে যুক্ত হওয়া নয়া এলাকাসমূহে নাগরিক  সেবা প্রদান ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিতে সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন। আয়তন বৃদ্ধি পাওয়ায় সিসিকের আয় যেমন বাড়বে, তেমনি সেবা ও উন্নয়ন খাতে ব্যয় সংকুলানও একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিসিক মেয়র বলেন, নগরবাসীর ধারাবাহিক সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই মহানগরে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে নাগরিক সেবা  পৌঁছে দিতে সক্ষম হবে সিলেট সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, পরিচ্ছন্ন কর্মকর্তা মো. হানিফুর রহমান সহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status