ঢাকা, ১৯ মে ২০২২, বৃহস্পতিবার , ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৩ হিঃ
তাড়াশে ইমাম সম্মেলন
বাংলারজমিন
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার
সিরাজগঞ্জের তাড়াশে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাড়াশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল উপজেলা পরিষদ হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহীন সরকার, মডেল কেয়ারটোর মো. আব্দুল মাজিদ, সাধারণ কেয়ারটেকার মো. শাহেদ আলী, মাওলানা মো. আব্দুল ওয়াহাব, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন।