খেলা

আফকন থেকে নাইজেরিয়ার বিদায়

স্পোর্টস ডেস্ক

২০২২-০১-২৫

তিউনিসিয়ার কাছে ১-০ গোলে হেরে আফ্রিকান নেশন্স কাপ থেকে বিদায় নিয়েছে নাইজেরিয়া। গ্রুপ পর্বে তিন ম্যাচই জিতেছিল তারা। কিন্তু শেষ ষোলোতে তিউনিসিয়ার সঙ্গে পাত্তা পেল না তিনবারের চ্যাম্পিয়নরা।
৪৭তম মিনিটে ইউসুফ মাসাকনির গোলে লিড নেয় ২০০৪ সালের চ্যাম্পিয়ন তিউনিসিয়া। ৬৬তম মিনিটে আলেক্স ইয়োবির  লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় নাইজেরিয়া। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। রোববার শেষ ষোলোর অন্য ম্যাচে গ্যাবনকে পেনাল্টি শুটআউটে ৭-৬ গোলে হারায় বুরকিনা ফাসো। নির্ধারিত সময়ে ১-১ সমতা ছিল ম্যাচে। ২০১৩তে নেশন্স কাপে রানার্সআপ হয়েছিল বুরকিনা ফাসো।
আজ নেশন্স কাপের শেষ ষোলোর লড়াইয়ে সাদিও মানের সেনেগাল মুখোমুখি হবে কেপ ভার্দের। অন্য ম্যাচে মরক্কোর প্রতিপক্ষ মালাবি। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়া বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status