ঢাকা, ২১ মে ২০২২, শনিবার , ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ১৯ শওয়াল ১৪৪৩ হিঃ
মেহেরপুরে গাঁজা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, আটক ১
বাংলারজমিন
মেহেরপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার
মেহেরপুরের গাংনীতে ১৩ কেজি গাঁজা ও ১ কেজি বিস্ফোরক দ্রব্যসহ হাসানুজ্জামান (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে আটক করে গাংনী থানা পুলিশের একটি দল।
আটক হাসানুজ্জামান গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গাংনী পলাশীপাড়া গ্রামে হুমায়ুন কবিরের বাড়ির সিঁড়ির নিচে বাংকার করে মাদক রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাতুল হাসান এএসআই বিপ্লব হোসেন ও মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা ও ১ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। মাদক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস।