বাংলারজমিন

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হোমনা প্রতিনিধি

২০২২-০১-২৬

কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে সভায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, অবৈধ সিএনজি, ইজি বাইকের চলাচল নিয়ন্ত্রণ, যানজট, ফুটপাথ দখলমুক্ত করাসহ সার্বিক বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের কথা বলেন বক্তারা। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সদ্য শপথ নেয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জালাল উদ্দিন পাঠান, মো. শাহজাহান মোল্লা, জালাল উদ্দিন খন্দকার, মো. জাহাঙ্গীর আলম, তাইজুল ইসলাম মোল্লা, মো. সাদেক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status