খেলা

ব্যাডমিন্টনে সবাই বৈধ

স্পোর্টস রিপোর্টার

২০২২-০১-২৬

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে জমা পড়া ৪৯টি মনোনয়নপত্রের সবই বৈধ বলে বিবেচিত হয়েছে। তবে বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ও একই পদের প্রার্থী কবিরুল ইসলাম শিকদারের মনোনয়নপত্রে সমর্থকের সই নিয়ে আপত্তি ছিল। গতকাল শুনানি শেষে সেটাও বৈধ বলে গ্রহন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান। এ বিষয়ে তিনি বলেন, ‘কবির শিকদারের মনোনয়নপত্রে সমর্থক হিসেবে সই করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর তারিকুল আনাম। যদিও পরে তিনি আপত্তি দিয়েছিলেন যে, ওই সই তার নয়। বিষয়টি যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার কবির শিকদারের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচনা করেছেন।’ ২৪ কার্যনির্বাহী সদস্যের বিপরীতে ৪৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যার মধ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ২৬টি, সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান স্পোর্টিং ক্লাবের জোবায়েদুর রহমান রানার প্যানেলে জমা পড়েছে ২২টি মনোনয়নপত্র। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে একটি জমা দিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার।
আজ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। অনেক প্রার্থী একাধিক পদে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের পর নির্বাচনী মেরুকরণ কিছুটা স্পষ্ট হবে। আগামী ৩১ শে জানুয়ারি ভোটের দিনক্ষণ। যদিও করোনা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পেছানোর অনুরোধে দু’টি চিঠি রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status